
"এদিকে অকালবর্ষা নামিয়াছে- ঠিক শ্রাবণের মত। ইহাতে আমার কোন আপত্তি ছিলনা, শঙ্কা হয় পাছে প্রকৃতি শ্রাবণ মাসে ফাঁকি দিয়া বসেন। দার্জিলিঙ্গেও যদি এখানকার অনুরূপ বর্ষার প্রাদুর্ভাব হইয়া থাকে তবে আপনার সৌভাগ্যে আমি ঈর্ষা করিনা। পাহাড়ের বর্ষা আমদের বাঙ্গালির কান্নার মত একঘেয়ে এবং অবিশ্রাম।" - জগদীশ কে রবির লেখা চিঠি হতে।